Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

একমাত্র রাষ্ট্রায়ত্ব সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (পূর্ব পাকিস্তান সড়ক পরিবহন কর্পোরেশন) ১৯৫৮ সালের অক্টোবর মাসের ৭ তারিখ রাষ্ট্রপতির ঘোষণা অনুসারে এবং Road Transport Corporation Ordinace, 1961 (East Pakistan Ordinance No. VII of 1961) ১৯৬১ (ঊধংঃ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠার পর সরকারিভাবে সাশ্রয়ী মূল্যে গাড়ি মেরামতের মাধ্যমে সেবা প্রদান করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ রাষ্টীয় প্রতিষ্ঠানটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় পুনর্গঠন করা হয়।

বিআরটিসির কেন্দ্রীয় মেরামত কারখানায় তেজগাঁও এর অভিজ্ঞ প্রকৌশলীদের তত্বাবধানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুদক্ষ কারিগরদের দ্বারা মানসম্মতভাবে যানবাহন মেরামত করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। যে কোন সরকারী স্বায়ত্বশাসিত,আধাস্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন মডেলের হালকা ও ভারী যানবাহনসমূহ বর্ণিত কারখানায় মেরামতের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত রয়েছে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (সাবেক সংস্থাপন) জারীকৃত স্বারক নং সম (পরি)ম-২/৯২-১০৮(১০৩)/১/(১৫০)  তারিখঃ ২৯/০৩/১৯৯৫ইং পত্র মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, সরকারী যানবাহন সমূহ সরকারী নীতিমালার ১০ নং অনুছেদের শর্ত শিথিল পূর্বক অত্র বিআরটিসি মেরামত কারখানায় মেরামত কাজ করা যাবে মর্মে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। সে প্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন- প্রধানমন্ত্রীর কার্যালয়, এস এস এফ, জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ সুপ্রীম কোর্ট,রাজউক, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারী ও আধা-সরকারী প্রতিষ্ঠানের যানবাহনের মেরামত কাজ অত্র মেরামত কারখানায় করানো হয়।